বাগমারায় অটিজম ও এনডিডি বিষয়ক কর্মশালা


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবেলিটিজ (এনডিডি) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশের সকল অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যার শিশুদের আত্মনির্ভরশীল হওয়া এবং তাদেরকে শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে একটি অটিজম বিষয়ক একাডেমিক নির্মাণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবেলিটিজ (এনএএনডি) এর আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের পরিচালনায় উক্ত কর্মশালায় অটিজম বিষয়ক ধারণা প্রদান করেন রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোজিনা আফরোজ, রাজশাহী সরকারি সিটি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক শাকিলা সুলতানা, বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল কবির।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, শিক্ষা অফিসার সিদ্দীকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মকলেছুর রহমান প্রমুখ। দিনব্যাপি কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ