বাগমারায় আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে র‌্যালী ও আলোচনা সভা


বাগমারা প্রতিনিধি:
“অভিগম্য আগামীর পথে” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় চন্ডীপুর সাহার মেমোরিয়াল ডিসঅ্যাবল স্কুল এ্যান্ড কেয়ার সেন্টার উদ্যোগে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বেলা ১১ টায় চন্ডীপুর প্রতিবন্ধী স্কুল চত্বরে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার সহযোগীতায় দিবসটি পালন করা হয়েছে। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

প্রতিতষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিজন কুমার সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা পারভীন, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক দুলু, সৃজনীর যুগ্ম পরিচালক মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য সেকেন্দার আলী, বাগমারা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল ওয়াহেদ, প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ