বাগমারায় সালেহা-ইমারত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো এমপি এনামুল হকের মা-বাবার নামের অনুষ্ঠিত সালেহা-ইমারত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। এমপি এনামুল হকের মা-বাবার স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই সালেহা-ইমারত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। ১৬ টি দল অংশ নেয় এই টুর্নামেন্টে। প্রায় তিন মাস খেলা শেষে অনুষ্ঠিত হলো টুর্নামেন্টর ফাইনাল।

শনিবার বিকেল ৩ টায় উপজেলার হামিরকুৎসা ইউনিয়নে হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে বারুইহাটি ক্রিকেট ক্লাব এবং বিষুপাড়া ক্রিকেট ক্লাবের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় টর্সে হেরে প্রথমে ব্যাট করেন বিষুপাড়া ক্রিকেট ক্লাব। নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেটে সংগ্রহ করেন ১০৫ রান।
অপরদিকে ১০৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট শুরু করে বারুইহাটি ক্রিকেট ক্লাব। তারা নির্ধারিত ১২ ওভারের মধ্যে ৩ বল হাতে রেখেই ৪ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে ফাইনালে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়ের হাতে পুরস্কার হিসেবে একটি করে ফ্রিজ তুলে দেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, মাস্টার শওকত হোসেন নান্নু, ইউনিয়ন আ’লীগ নেতা তৈয়বুর রহমান, শাহিন আলম, মোজাম্মেল হক, হাবিবুর রহমান, নরদাশ ইউনিয়ন আ’লীগ নেতা গোলাম রাব্বানী বকুল, যোগিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা আলম ইমন, সাধারণ সম্পাদক রাজিমুল হক রিকো, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন রুবেল, শাহরিয়ার হোসেন তন্ময় প্রমুখ।

 


শর্টলিংকঃ