বিআরটিসির বিরুদ্ধে অপপ্রচার সাইবার আদালতে মামলা


ইউএনভি ডেস্ক:

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নামে নানাবিধ আক্রমণাত্মক, মিথ্যা, বিভ্রান্তিমূলক এবং মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। যা একটি সরকারি প্রতিষ্ঠানের ভবমূর্তি ও সুনাম নষ্ট করছে।

অপপ্রচার রোধ করতে গত সোমবার বিআরটিসি কল্যাণপুর বাস ডিপোর ম্যানেজার শাহরিয়াল বুলবুল বাদী হয়ে ৭টি ফেক ফেসবুক (শান্তির পায়রা, বিআরটিসি’র অনিয়ম, বিআরটিসি’র ড্রাইভার সংঘটন, বিআরটিসি’র দুর্নীতি, বিআরটিসি রাঘব বোয়াল, বিআরটিসি লুটপাট এবং বিআরটিসির অনিয়ম-দুর্নীতি) আইডি’র বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাইবার নিরাপত্তা ২০২৩ আইন এর ২৫(১)(খ)/২৭(১)(গ)/২৯ ধারায় মামলা করেন।

পিটিশন মামলা নং-৩/২০২৪। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্যে সিআইডির কাছে হস্তান্তর করে।
সিআইডি’র তদন্তের মাধ্যমে আসল সত্য উদঘাটন হবে বলে আশা করছে বিআরটিসির কর্মকর্তারা।


শর্টলিংকঃ