বিদ্যুতায়িত ভাইকে বাঁচাতে গিয়ে মারা গেলেন ছোট ভাইও


ইউএনভি ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভানোর ইউনিয়নের কোরিয়া বর্মতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দু’জন হলেন কোরিয়া বর্মতলা গ্রামের দফিজ উদ্দিনের ছেলে তমিজ উদ্দীন (৪৫) ও রবিউল ইসলাম (৩৫)।

জানা গেছে, নিজ বাড়ির সিলিং ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হন বড় ভাই তমিজ। তাঁকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউলও বিদ্যুতায়িত হন। এ সময় দুই ভাই প্রাণ হারান।

বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এক ভাইকে বাঁচাতে গিয়ে দু’জনেই মারা গেছেন। তাদের মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত। দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়েছে।


শর্টলিংকঃ