বিশ্বে করোনায় প্রায় ১ লাখ ২০ হাজার জনের মৃত্যু


ইউএনভি ডেস্ক: 

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণ হারালেন ১ লাখ ২০ হাজারের মতো মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় সোয়া ১৯ লাখ। তবে, ২৪ ঘণ্টার হিসেবে ধীরে হলেও কমে আসছে মৃত্যু আর নতুনভাবে সংক্রমণের হার।

বিশ্বে করোনায় প্রায় ১ লাখ ২০ হাজার জনের মৃত্যু, আক্রান্ত সোয়া ১৯ লাখ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণঘাতী মহামারিতে মারা গেছেন প্রায় সাড়ে ৫ হাজারের মতো মানুষ।নতুনভাবে সাড়ে ৭১ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড-নাইনটিনের উপস্থিতি।এরমাঝে, গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন দেড় হাজারের অধিক মার্কিনী; আক্রান্ত ২৬ হাজারের বেশি।

ইউরোপের তিন দেশ ইতালি-স্পেন-ফ্রান্সেও ধীরে ধীরে কমছে প্রাণহানি, দেশগুলোয় একদিনে মারা গেছেন ১৬শ’র বেশি মানুষ।

এদিকে, ব্রিটেনে সংখ্যাটি ৭ শতাধিক। ইউরোপের নতুন হটস্পট হিসেবে বিবেচনা করা হচ্ছে যুক্তরাজ্যকে।


শর্টলিংকঃ