বোমা আতঙ্কে নিউজিল্যান্ডের একটি বিমানবন্দর বন্ধ


ইউএনভি ডেস্ক:

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নৃশংস হামলার মধ্যেই রোববার বোমা আতঙ্কে দেশটির একটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র জানান, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরে একটি সন্দেহজনক প্যাকেটের খবর পাওয়ায় ওই এলাকা এড়িয়ে চলার জন্য ডাইভারসন তৈরি করা হয়। পরে প্রতিরক্ষা বিভাগকেও খবর দেয়া হয়।খবরে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, প্যাকেটটি ডুনেডিন বিমানবন্দরের বাইরের দিকের একটি ভবনে পাওয়া গেছে।

একটি সূত্র অটাগো ডেইলি টাইমস পত্রিকাকে জানায়, নেভিগেশন আউট বিল্ডিংয়ে ‘সন্দেহজনক একটি ব্যাগ’ দেখা গেছে।পরে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে সব কর্মচারীকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান ওই ব্যক্তি।বোম্ব স্কোয়াডকে খবর দেয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় চার বাংলাদেশিসহ ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন।

এর মধ্যে আল-নূর মসজিদে জুমার নামায পড়তে গিয়ে হামলার মধ্যে পড়লেও অল্পের জন্য রক্ষা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।


শর্টলিংকঃ