বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত হাকিমের রামেক হাসপাতালে মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত চুয়াডাঙ্গার হাকিম মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

এর আগে সোমবার জেলার দামুড়হুদা উপজেলার ধান্যঘরি গ্রামের আবু বক্করের ছেলে হাকিম গোপনে নিজ ঘরে বোমা তৈরী করছিল। এ সময় বোমার বিস্ফোরণ ঘটে। বোমার স্প্লিন্টারে হাকিম মারাত্মক আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাকিমের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।


দামুড়হুদার থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, আহত হাকিম সন্ত্রাসী প্রকৃতির। তার বাবা বক্কর ডাকাত নামে এলাকায় পরিচিত ছিল। অপরাধী চক্রের কাছে সে বোমা বানিয়ে বিক্রি করত। হাকিমের নামে থানায় ১ টি মামলা রয়েছে।#


শর্টলিংকঃ