ভাঙ্গুড়ায় আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের আদিবাসী ৪৯ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৭ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান এসব সামগ্রী সবার হাতে তুলে দেন। 

জানা গেছে, আদিবাসী ৪৯ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ওয়াটার পট, রেইন কোট ও ১৭টি বাইসাইকেল এবং আদিবাসী বহুমূখী সমিতির সদস্যদের আয়বর্ধনমূলক সেলাই প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিনসহ নগদ তিন হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, মাধ্যমিক অফিসার সাইফুল আলম, শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাৎ জাহান ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ।


শর্টলিংকঃ