ভাঙ্গুড়ায় কৃষকের কাছ থেকে ধান কিনলেন ইউএনও


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনলেন ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান। বুধবার দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের বিভিন্ন কৃষকের বাড়ি গিয়ে ধানের আর্দ্রতা পরীক্ষা করে প্রতিমণ ধান একহাজার ৪০টাকা দরে খাদ্য অধিদপ্তরের জন্য ক্রয় করেন তিনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,এই ‍উপজেলার কার্ডধারী কৃষকদের কাছ থেকে ২১২ মেট্রিক টন ধান কিনবে সরকার। এর মধ্যে আজ বুধবার খানমরিচ ইউনিয়ন থেকে ২ মেট্রিক টন ক্রয় করে উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও আজিদা খাতুন পাখি,থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, কৃষি অফিসার এনামুল হক,সমাজ সেবা অফিসার জাহিদুল ইসলাম,ওসিএলএসডি শারমিন আক্তার,খানমরিচ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুর রহমান প্রমুখ।

এলাকার কৃষকরা জানান, সরাসরি তাদের কাছ থেকে ধান কেনায় তারা খুব খুশি।


শর্টলিংকঃ