ভাঙ্গুড়ায় দুধ ক্রয় বন্ধের প্রতিবাদে মানববন্ধন


মানিক হোসেন,(ভাঙ্গুড়া) পাবনা:

পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাক,মিল্ক ভিটা,প্রাণ ও আকিজসহ দুগ্ধ ক্রয় কেন্দ্রগুলোর কার্যক্রম বন্ধ রাখার প্রতিবাদে দুগ্ধ সমবায় সমিতির ম্যানেজারগন ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সোমবার দুপুরে সমিতির নেতা পাথরঘাটা গ্রামের হারুনর রশিদ বলেন এ উপজেলায় প্রতিদিন বিশ হাজার লিটার দুধ উৎপাদন হচ্ছে অথচ কোনো কোম্পানিই দুধ ক্রয় করছে না। তাই আমরা খামারীদের দুধ নিয়ে মহাবিপদে পড়েছি। একই সাথে অর্থনৈতিক ভাবে মারাত্নক ক্ষতির সম্মুখিন হয়েছি।

মিল্ক ভিটার ভাঙ্গুড়া চিলিং সেন্টারের ব্যবস্থাপক আশরাফুজ্জামান বলেন, মুলত মহামান্য হাইকোর্টের নির্দেশনার কারণেই আজ থেকে দুধ ক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এলাকার খামারীরা জানান, ব্র্রাক চিলিং সেন্টারে ভেজাল দুধ ক্রয় করা হতো বলে অভিযোগ ওঠায় কিছুদিন পুর্ব থেকে এখানে দুধ ক্রয় বন্ধ রয়েছে। এলাকাবাসী বিশেষ ব্যবস্থায় বিশুদ্ধ দুধগুলো ক্রয়ের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন।


শর্টলিংকঃ