ভাঙ্গুড়ায় ধান ও গম সংগ্রহ শুরু


ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি পর্যায়ে চলতি মৌসুমের ধান ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে এ ক্রয় অভিযানের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।

এ সময় পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, পাবনা জেলা পরিষদের মহিলা সদস্য গুলশাহানারা লিপি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুলতান মাহবুব, সমাজসেবা কর্মকর্তা জাহিদুর ইসলাম, যুব-উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

গুদাম কর্মকর্তা শারমিন আক্তার জানান, চলতি মৌসুমে উপজেলায় ২১২ মেট্রিক টন ধান এবং ৯২ মেট্রিক টন গম সংগ্রহ করার লক্ষ্যে ক্রয় অভিযান শুরু করা হয়েছে। এবার ভাঙ্গুড়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান এবং ২৮ টাকা কেজি দরে গম কেনা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে।


শর্টলিংকঃ