ভাঙ্গুড়ায় বড়াল নদীতে বারুনী স্নান ও মেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, পাবনা :
পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীতে সনাতন ধর্মাবলম্বীদের বারুনী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কেন্দ্রীয় মহাশ্মশানের পাশে বড়াল নদীর তীরে দিনব্যাপী গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভজন র্কীতন, মহা প্রসাদ আস্বাদন, গঙ্গা গৌরী আরতি ও হাজার প্রদীপ নিবেদনের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির আয়োজনে নানা বয়সের নারী পুরুষ পাপ মুক্তির জন্য প্রতি বছর চৈত্র মাসে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই নদীতে স্নান করে থাকেন। এ উপলক্ষে বিরাট গ্রামীন মেলা বসেছে মহাশ্মশানে। মেলায় নানা ধরনের পন্য উঠে বিক্রির জন্য। জেলা এবং পাশ্ববর্তী বিভিন্নজেলা থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটেতে দেখা যায়। নানা ধর্মের মানুষের অংশগ্রহনে মেলাটি মিলন মেলায় পরিনত হয়। উৎসবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকতে দেখা যায়। এসময় কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি বাবু সংগীত কুমার পাল, সাধারণ সম্পাদক বাবু সমর জিৎ গুণসহ সনাতন ধর্মাবলম্বীদের অনেকে উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ