মুক্তিযোদ্ধা সেলিম হত্যায় চেয়ারম্যান পুত্র রিমান্ডে


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার ঘটনায় উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান রকির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মুক্তিযোদ্ধা সেলিম হত্যায় গ্রেফতার রকি

বৃহস্পতিবার বিকেলে পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর ফটু মার্কেট সংলগ্ন নিজ বাড়ি হতে রকিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মুক্তিযোদ্ধা সেলিম হত্যা মামলাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। রকি উপজেলা যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে রকির চাচাতো ভাই যুবলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল কাফি আরজু বিশ্বাসকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আরজু বিশ্বাসের দেওয়া তথ্যে রকিকে গ্রেফতার করা হয়েছে। আদালত রকির রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের রহস্য উন্মোচন হতে পারে।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাতে মুক্তিযোদ্ধা সেলিম মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার সময় আততায়ীর গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে তন্ময় বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।


শর্টলিংকঃ