মোহনপুরে আগুণে পুড়লো পানবরজ


মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরের সিন্দুরী গ্রামে আগুণে পুড়লো শতাধিক  লগড়ের পান বরজ।গতকাল শুক্রবার বিকেল ৪ টার দিকে এঘটনা ঘটে।খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থেল পৌঁছোনোর আগেই এলাকাবাসি আগুণ নেভাতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হয় পানবরজ পাহারা দেয়ার ভাওড় (টঙ) হতে আগুণের সূত্রপাত ঘটে। এরপর একাধিক মসজিদের মাইকে প্রচারনা চালানো হলে বিভিন্ন গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয় তারা।পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছায়।গ্রামের সরু পথের কারণে তাদের পৌঁছাতে পারেনি বলে জানিয়েছন জনসাধারণ।এতে বেশি ক্ষতিগ্রস্তরা হলেন কায়েম,গোফুর,ইমরান, লুৎফোর, খায়রুলসহ অনেনকে।

সরোজমিন কথা বলা হলে পল্লী বিদ্যুতের সেখানকার দায়িত্বরত নাজমুল নামের এক কর্মী জানান,খবর পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভাওড় থেকে আগুণ বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে পড়ে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মদে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


শর্টলিংকঃ