রাজশাহীতে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ


ইউএনভি ডেস্ক:

রাজশাহীর বাঘায় চাল বোঝাই চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে চালক মানিক দাস (৪০) দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের বাঘা উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, চাল বোঝাই ট্রাকটি নওগাঁ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। উপজেলার ছাতারী প্রাণী সম্পদ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় ট্রাকের সামনের অংশ পুড়ে যায় ও চালক দগ্ধ হন।চালক মানিক দাস মাগুরার পটুয়া গ্রামের মৃত গুরুপদ দাসের ছেলে।

বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করা হতে পারে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নেওয়া হবে।

 


শর্টলিংকঃ