রাজশাহীতে তথ্য অধিকার আইন প্রয়োগ বিষয়ক সভা


মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীতে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ এর উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ এর প্রয়োগ ও বাস্তাবায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে নগরীর একটি অভিজাত রেঁস্তোরায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হেমায়েতুল ইসলাম। সাইফুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ এর রিজিওনাল কো-অর্ডিনেটর মিজানুর রহমান।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পবা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই হাই মোহাম্মদ আনাছ, মোহনপুর সরকারি ডিগ্রি কলেজে সহযোগি অধ্যাপক আসাদ আলী, অতিরিক্ত রেলওয়ে কমকর্তা গোলাম রহমান।

সার্বিক তত্ত্ববধানে ছিলেন ফোকাল পারসন আরটিআই মাহামুদ হাসান রাসেল, আরটিআই এর জেলা সহায়ক আনজু মানোয়ার আহম্মেদ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন মোহনপুর ইউসি জয়নাল আবেদীন।


শর্টলিংকঃ