রাজশাহীতে বিকেল পর্যন্ত সকল ট্রেনের যাত্রা বাতিল


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর চারঘাট উপজেলার দিঘলকান্দি এলাকায় তেলবাহী ৯টি বগি লাইনচ্যুতের পর উদ্ধার কাজ পুরোদমে চলছে। দুপুর একটা পর্যন্ত চারটি বগি লাইনে তুলেছে উদ্ধারকারী ট্রেনটি। বাকি চারটি উদ্ধারের কাজ এখনো চলছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী অসীম কুমার তালুকদার ইউনিভার্সাল২৪নিউজ-কে জানান, গতকাল রাতে বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে‌‌ এছাড়া লাইনের পাশে ডোবা। এ কারণে জায়গা সংকলান হচ্ছে না। তবে আশা করা হচ্ছে, বিকেল চারটার মধ্যে বাকি চারটি বগিও লাইনে উঠবে এবং লাইনের মেরামত কাজ শেষ হবে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন জানান, গতকাল সন্ধ্যার পর থেকে রাজশাহী সঙ্গে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা ট্রেনগুলো আটকা পড়েছে মাঝপথে। এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে জানানো হয়েছে, তেলবাহী বগি দুর্ঘটনার কারণে বৃহস্পতিবারের সকল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।


শর্টলিংকঃ