রাজশাহীতে ভিটামিন-এ খাওয়ানো হবে ৬২ হাজার শিশুকে


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় ৬২ হাজার ১৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। আগামী ১১ জানুয়ারি রাজশাহী সিটি কর্পোরেশন এর  ৩০টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

রাজশাহী সিটি কর্পোরেশন

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাসিকের নগর ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজা ৯৫০টি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ লক্ষ্যে রাসিকের বিভিন্ন এলাকায় এই কার্যকম পরিচালনা করবে ৭৬৮ জন স্বেচ্ছাসেবী। মোট কেন্দ্রের সংখ্যা ৩৮৪টি। এছাড়া স্থায়ী কেন্দ্র ৩৪৩টি। ভ্রামম্যাণ কেন্দ্র ৪১টি।

রাসিক এর ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমআরা বেগম ও প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আক্তার জাহান।

আরও পড়ুন রাজশাহী স্টেশনে টিসিদের যাত্রী ও স্বজনদের সাথে দুর্ব্যবহার


শর্টলিংকঃ