রাজস্থানে ত্রাণ বিতরণে ছবি তোলা নিষেধ


ইউএনভি ডেস্ক: 

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ

রাজস্থানে ত্রাণ বিতরণে ছবি তোলা নিষেধ

তবে অসহায় এসব মানুষদের পাশে সরকারসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠন এগিয়ে আসছে। অনেকে ব্যক্তি উদ্যোগেও এগিয়ে আসছেন।সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ছে ত্রাণ বিতরণের ছবি। কে কতজনকে কীভাবে ত্রাণ দিচ্ছেন-তার বিবরণ তুলে ধরা হচ্ছে এসব ছবির পোস্টে।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, যারা ত্রাণ দিচ্ছেন তারা সামাজিক দূরত্ব বজায় রাখার ধার ধারছেন না। অনেকে মনে করছেন, আত্মপ্রচার করতেই এভাবে ত্রাণ বিতরণ।এই অবস্থায় রাজ্যের মধ্যে অভাবী মানুষদের রেশন ও খাবারের প্যাকেট বিতরণ করার ছবি তোলা নিষিদ্ধ করেছে রাজস্থান সরকার।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেওলট বলেছেন, গরিব মানুষের মধ্যে খাবার এবং রেশনের জিনিসপত্র বিতরণ করাটা একটা সার্ভিস হিসেবে ধরা উচিত।এটা কোনোমতেই প্রচারের এবং প্রতিযোগিতার বিষয় হিসেবে ধরা উচিত নয়। পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘এই বিতরণের মাধ্যমে শুধুমাত্র অভাবীরাই যেন সুবিধা পায়। যারা সক্ষম তারা যেন এর সুবিধা গ্রহণ না করেন।’

তিনি বলেছেন, গরিব অসহায় মানুষ যারা পুরোপুরি সরকারের ওপর নির্ভরশীল তাদের প্রথম অধিকার থাকবে রেশন এবং রান্না করা খাবারের প্যাকেটের ওপর।’মুখ্যমন্ত্রীকে উদ্ধতি করে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ্যে খাবার ও রেশন বিলি করার সময় ফটো তোলা নিষিদ্ধ। এটাকে প্রচারের বিষয়ে করা উচিত নয়।’

ভারতজুড়ে চলমান লকডাউন দুই সপ্তাহ বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে। এই পরিস্থিতিতে রীতিমতো আরও বিপাকে পড়লেন দেশটির সাধারণ মানুষ বিশেষত একেবারে প্রান্তিক মানুষজন, যারা দিন আনে দিন খায়।এসব মানুষদের অসুবিধার কথা মাথায় রেখে সরকার এবং বেসরকারি উদ্যোগে রেশন এবং খাবার বিলি করা শুরু হয়েছে।

তবে দেখা যাচ্ছে, এই রেশন এবং রান্না করা খাবার বিলি করার নামে অনেকে নিজেদের প্রচারে নেমেছেন। এই অবস্থায় ত্রাণ বিতরণের ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করেছে রাজস্থান সরকার।ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৪৬ জন। আর মারা গেছেন ২৮৮ জন।


শর্টলিংকঃ