রাবিতে ‘পলাশী পুরাণ’ যাত্রাপালা রবিবার


রাবি প্রতিনিধি:
সিকান্দার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা’ অবলম্বনে ‘পলাশী পুরাণ’ যাত্রাপালা আগামী রবিবার (২ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হবে। দুই দিনব্যাপী যাত্রাপালাটির নির্দেশনায় রয়েছেন নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক রহমান রাজু।

আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে সন্ধ্যা সাতটায় যাত্রাপালাটি অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘এ যাত্রায় মুখ ফেরানো কিছু নেই’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত যাত্রাপালা দেখার জন্য বাংলার মাটি’র জন্য ত্রিশ টাকা, সাধারণ কেদারা’র জন্য একশত টাকা ও আরাম কেদারা’র জন্য পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে।

যাত্রাপালায় অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক আনন্দ কুমার সাহা, রাজশাহী জেলার প্রশাসক মো. হামিদুল হক, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহা. মোকবুল হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ যাত্রাপালাটি উপভোগ করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।


শর্টলিংকঃ