রাবিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও কোটা ব্যবস্থা নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে সংগঠনটির নেতাকর্মীরা।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি তারিকুল হাসান অভিযোগ করেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বীর মুক্তিযোদ্ধার নাতি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী উমর ফারুক। তিনি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য ছিলেন।’

‘গত বছরের ২৪ ডিসেম্বর প্রেস ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবের বর্তমান সভাপতি মানিক রায়হান বাপ্পী তাকে বিভিন্নভাবে হেনস্তা করেন। নির্বাচনে বাপ্পীকে ভোট দেয়নি সন্দেহ করে তাকে ক্লাবের সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি দেয়া হয়। এছাড়া ফারুক মুক্তিযোদ্ধার নাতি হওয়ায় মুক্তিযোদ্ধাদের নিয়ে ফারুককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বাপ্পী।’

অভিযোগের লিখিত কপি

তারিকুল আরও বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কোন রকম শোকজ ছাড়াই উমর ফারুককে ক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে ক্লাব সভাপতির এই ষড়যন্ত্রমূলক বহিষ্কারের বাপ্পীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

ভুক্তভোগী উমর ফারুক অভিযোগ করে বলেন, ‘মানিক রায়হান বাপ্পী স্বেচ্ছাচারীতামূলক আমার সঙ্গে আচরণ করেছেন। এছাড়া বিভিন্ন সময় ক্লাবে আমাকে মানসিকভাবে হেনস্তা করতেন। কিছু বললেই- আমি মুক্তিযোদ্ধার নাতি হওয়ায়, মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাকে ‘অকথ্য ভাষায়’ কথা বলতেন।’

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ প্রজন্মের আহ্বায়ক উমর কুমার রায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর সদস্য উমর ফারুক প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মানিক রায়হান বাপ্পী বলেন, উমর ফারুক বিরুদ্ধে ক্লাবের অনেকেই অভিযোগ করছে। যার প্রেক্ষিতে ক্লাবের অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে বহিস্কার করা হয়েছে। তাকে কোন ধরণের গালিগালাজ করা হয়নি। আমার বিরুদ্ধে ফারুক যে অভিযোগ করছে তা ভিত্তিহীন।

এরআগে গত ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরও একই বিষয় নিয়ে অভিযোগ করেন উমর ফারুক। উপাচার্য বিষয়টি তদন্তের দায়িত্ব দেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকারকে।

জানতে চাইলে রাবি প্রেসক্লাবের উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে মানিক রায়হানের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগ প্রমানিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।’


শর্টলিংকঃ