রাবিতে স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা শুরু


রাবি প্রতিনিধি:

‘বিতর্ক পাঠশালা’র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘মহান স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা-২০১৯’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের টিভি কক্ষে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২২ ও ২৩ মার্চ হলের বিভিন্ন ব্লকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মার্চ শহীদ মিনার মুক্তমঞ্চে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় দু’টি ক্যাটাগরিতে ৫৪টি দল অংশগ্রহণ করছে। আন্তঃক্লাব ক্যাটাগরিতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন কলেজের ৩২টি দল এবং আন্তঃহল ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ২২টি দল অংশ নিচ্ছে।

সংগঠনের সভাপতি শাকিল মাহমুদ বলেন, আন্তঃহল ক্যাটাগরিতে এটি আমাদের ষষ্ঠ ও আন্তঃক্লাব ক্যাটাগরিতে তৃতীয় বারের মতো এ আয়োজন। আমরা জাতীয় দিবসগুলোতে এ ধরনের আয়োজন করে থাকি।

প্রসঙ্গত, ২০১১ সালে শহীদ সোহরাওয়ার্দী হলে কিছু শিক্ষার্থী একান্ত প্রচেষ্টা যাত্রা করে বির্তক পাঠশালা। সেই থেকে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে।


শর্টলিংকঃ