শত্রুতায় মাছ নিধন!


গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে শত্রুতাবশত বিষ প্রয়োগ করে প্রায় কয়েক লাখ টাকা মূল্যের মাছ নিধন করেছে কতিপয় দূস্কৃতিকারী। ১৮ মে শনিবার বেলা ১১ টার দিকে গোদাগাড়ী ইউনিয়নের মাধবপুর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।


সুত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার সুলতাগঞ্জ গ্রামের নাজমুল হকের ছেলে আবুল কালাম আজাদ বাবু পৃথকভাবে দুই একর জমিতে মাছের প্রকল্প করার জন্য সরকারী খাস পুকুর লিজ নেন । এরমধ্যে ০.৬৫ শতাংশ জমির পুকুরে বাটা, গ্লাসকার্প, ব্যাকেট, আইড় ও মৃনাল কার্প মাছ চাষ করেছেন।

কিন্তু শনিবার প্রকল্পের পাহারাদার মজিবুর রহমান উপস্থিত না থাকায় শত্রুতাবশত কে বা কারা ওই পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এর মালিক আবুল কালাম আজাদ বাবু। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবী করে জানান, এতে তার প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ করা হয়নি। আভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।


শর্টলিংকঃ