নৌকার প্রার্থীর বিরুদ্ধে ’জয়বাংলা’ না বলার অভিযোগ তুলে নিজেই ভুলে গেলেন স্লোগান দিতে!


নিজস্ব প্রতিবেদক:
ফেসবুক লাইভে এসে ১৪ দলীয় জোটের শরিকদের ‘সুবিধাবাদী’ হিসেবে আখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। উচ্চ আদালতে রিট করে প্রার্থীতা ফিরে পেয়ে ফেসবুক লাইভে এসেছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। স্লোগান দেওয়ার ব্যাপারে কেন্দ্র মনোনীত ১৪ দলের নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলেও বক্তব্য শেষে নিজেই জয় বাংলা বলতে ভুলে যান তিনি।

রাজশাহী ২ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। মনোনয়নের আবেদনপত্রটি অসম্পূর্ণ হওয়ায় সেটি বাতিল ঘোষণা করেছিলেন জেলা রিটার্নিং অফিসার। পরে নির্বাচন কমিশনে আপিল করলেও রিটার্নিং অফিসারের দেওয়া রায় বহাল রাখেন নির্বাচন কমিশন। এরপর উচ্চ আদালতে রিট পিটশন করেন বাদশা। শুনানিতে রিট পিটিশন খারিজ হলে অ্যাপিলেট ডিভিশনে আবেদন করেন তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) উচ্চ আদালত প্রাঙ্গণ থেকে ফেসবুক লাইভে এসে প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদশা।

এসময় ফেসবুক লাইভে এসে তিনি ১৪ দলীয় জোট মনোনীত নৌকার প্রার্থী রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা কে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেন। এবং আপিলে প্রার্থীতা ফিরে পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানান। লাইভে ফজলে হোসেন বাদশাকে নিয়ে মন্তব্য করার এক পর্যায়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া নিয়ে অভিযোগ তোলেন শফিকুর রহমান বাদশা। তবে নিজের বক্তব্য শেষে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা নিজেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে ভুলে যান। এসময় পাশ থেকে কেউ মনে করিয়ে দিলে তিনি ফিরে এসে স্লোগান দেন।

অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে রিট পিটিশনটি দায়ের করেন সাবেক বিচারপতি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন


শর্টলিংকঃ