ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে বিয়ে করতে গিয়ে বর জেলে


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১৩)। সে উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

বাল্য বিয়ের আয়োজন করায় বর, কনের পিতা ও কাজীর জেল

শুক্রবার একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাবুডাইং গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে।

সদর থানার পরিদর্শক ইদ্রিস আলী জানান, ওই ছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে শুক্রবার (৮ মার্চ) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল বাড়িতে যায়। পরে বিকেলে বিয়ে বাড়িতেই ভ্রাম্যমাণ আদালত বসান ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতে সদর উপজেলার বাখর আলী গ্রামের মো. দুলালের ছেলে বর আবদুল জলিলকে (২৪) ছয় মাস, কনের পিতা টিপু সুলতানকে (৪০)  ছয় মাস বিনাশ্রম কারাদন্ড দেন।

এছাড়া বরের সাথে আসা বিয়ের কাজি সদর উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. জামালকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।


শর্টলিংকঃ