‘সিটিজেন জার্নালিজমের মাধ্যমেও নানা সমস্যা তুলে ধরা সম্ভব’


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বাংলাদেশ সিটিজেন জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর ডালাস ইন্টারন্যাশনাল হোটেলের কনফারেন্স এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বিশ্বের জনপ্রিয় হচ্ছে সিটিজেন জার্নালিজম। এর মাধ্যমে নাগরিকরা এখন সমাজ সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তেমনি নানা সমস্যার কথা তুলে ধরছেন। এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হচ্ছে যার সাম্প্রতিক সময়ের উজ্জ্বল দৃষ্টান্ত ব্যারিস্টার সায়েদুল ইসলাম সুমন। জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিটিজেন জার্নালিজমে উদ্বুদ্ধ হতে সদস্যদের প্রতি আহ্বানও জানান তারা।

বাংলাদেশ সিটিজেন জার্নালিস্ট ফোরামের সভাপতি ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএটিভির রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান রাশিদুল হক রুশো, মাছরাঙা টিভির স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী, সময় টিভির রিপোর্টার রাকিবুল হাসান রাজিব, সিটিজেন জার্নালিস্ট ফোরামের শামসুন্নাহার সুইটি, আকবর আলী আকবর আলী, মীম ওবায়দুল্লাহ প্রমূখ।


শর্টলিংকঃ