সোনামসজিদ স্থলবন্দর চালু হতে পারে মঙ্গলবার


নিজস্ব প্রতিবেদক:

ভারতের মাহদীপুর স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের আগ্রহে আবারও চালু হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ।


করোনার কারণে দীর্ঘ ২ মাস ৭ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রফতানি শুরু হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন সোনামসজিদ কাস্টমস এর সহকারী কমিশনার মো. সাইফুর রহমান।তিনি বলেন, উভয় দেশের সম্মতি থাকলে বন্দর চালু হবার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ২৫ মার্চ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে যায় পণ্য আমদানি ও রফতানি। পরে সীমিত আকারে ১৫ এপ্রিল থেকে অফিস চালুর সরকারী সিদ্ধান্তের পর থেকেই বন্দর কার্যক্রম চালুর চেষ্টা হলেও ভারতীয়ক কর্তৃপক্ষের অনীহার কারণে সে সময় বন্দর চালু করা সম্ভব হয়নি। তবে ৩১ মে ভারতীয় রফতানিকারক অ্যাসোসিয়েশনের এক বার্তার প্রেক্ষিতে আশা করা হচ্ছে মঙ্গলবার থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারে।


শর্টলিংকঃ