২০ কোটি টাকা ঋণ খেলাফির দায়ে ইটভাটার মালিক গ্রেফতার


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ১৯ কোটি ৭০ লক্ষ টাকা ঋণের দায়ে ইটভাটার মালিক আলহাজ আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিস্মেবর) বিকেলে উপজেলার তেপুকুরিয়া গ্রামে অবস্থিত চাইনা ইট ভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।


আলাউদ্দিন উপজেলার তেপুকুরিয়া গ্রামের মৃত চেরমান মন্ডলের ছেলে। তিনি ঢাকার মতিঝিল এলাকার মধুমতি ব্যাংক লি: থেকে ৫ বছর পুর্বে এই ঋণ গ্রহণ করেছিলেন । পরবর্তী সময়ে মাসিক কিস্তি হিসাবে ঋণ পরিশোধ করতে ব্যার্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ তার নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তিনি নিয়মিত আদালতে হাজির না হওয়ায় তার নামে ওয়ারেন্ট ইসু হয়। ঘটনার এক পর্যায় বাঘা থানা পুলিশ সোমবার বিকেলে তাকে গ্রেফতার করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আলাউদ্দিনের নামে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। #

আমানুল হক আমান


শর্টলিংকঃ