৩০ এপ্রিল শাহবাগে গণজমায়েত করবে ঐক্যফ্রন্ট


ইউএনভি ডেস্ক :

‘মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডসহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে’ ৩০ এপ্রিল ‌‌রাজধানীর শাহবাগে ‘গণজমায়েত’ করবে জাতীয় ঐক্যফ্রন্ট । বুধবার (২৪ এপ্রিল) বিকালে মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

৩০ এপ্রিল শাহবাগে গণজমায়েত করবে ঐক্যফ্রন্ট
মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. কামাল হোসেন

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

এর আগে বিকাল ৪টা ১৫ মিনিটে এ সভা শুরু হয়। সভায় আ স ম রব ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

গত ২৯ মার্চ (শুক্রবার) ঐক্যফ্রন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে দুটি কর্মসূচি দিয়ে পরে একটি স্থগিত করা হয়। ২৬ মার্চ উপলক্ষে আলোচনা সভা করলেও মানববন্ধন করেনি তারা।


শর্টলিংকঃ