৭ডি সিরিজের ক্যামেরা বন্ধ করছে ক্যানন


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

ইওএস ৭ডি সিরিজের ক্যামেরার উৎপাদন বন্ধ করে দিচ্ছে ক্যানন।তাই ক্যানন ইওএস ৭ডি মার্ক ২ এর কোনো উত্তরসূরি আর বাজারে আসবে না। ধারণা করা হয়েছিল, ২০১৮ সালে ৭ডি মার্ক ৩ বাজারে আনবে ক্যানন। কিন্তু তা সত্যি হয়নি। এবার জানা গেল, চিরতরে বন্ধ করে দেওয়া হচ্ছে ৭ডি সিরিজটি।

ক্যানন এখন মিররলেস ক্যামেরা বানাতে বেশি মনোযোগ দিচ্ছে। ডিএসএলআরের চেয়ে মিররলেস ক্যামেরা অনেক বেশি আধুনিক। মিররলেস ক্যামেরার অনেক ফিচারই ডিএসএলআরে নেই।

ওজনের দিক থেকেও ডিএসএলআরের ভার বেশি।ইওএস ৭ ডি সিরিজটি উচ্চ মিডরেঞ্চ ব্যবহারকারীদের কথা ভেবে তৈরি করা হয়েছিলো।

শৌখিন ফটোগ্রাফারদের পাশাপাশি পেশাদার ফটোগ্রাফারদের কাছেও ক্যামেরাটি জনপ্রিয়তা পায়।ক্যানন ইওএস ৭ডি ক্যামেরাটি বাজারে এসেছিল ২০০৯ সালের সেপ্টেম্বরে। এরপর একটানা ৫ বছর ক্যামেরার বাজার দাপিয়ে বেড়ায় ইওএস ৭ ডি।

২০১৪ সালের সেপ্টেম্বরে এই সিরিজের নতুন ক্যামেরা ক্যানন ইওএস ৭ডি মার্ক ২ আনার ঘোষণা দেয় ক্যানন।


শর্টলিংকঃ