অগ্নিদগ্ধ সেই নুসরাত হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক :

অগ্নিদগ্ধ ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীবাসী। বৃহস্পতিবার দুপুরে নগরীর জিরোপয়েন্টে এই মানবন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধনে অংশগ্রহণকারীরা সমাজে ঘটেযাওয়া খুন ও ধর্ষণের সাথে জড়িততের শাস্তি নিশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপনের দাবি করে।

এসময় বক্তারা বলেন, দেশে বিরাজামান দর্ধণ ও হত্যা আমাদের সকলকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এই পশ্চাৎপদ মানুষগুলোর কারণে আমাদের সমাজ কুলশিত হয়ে পড়ছে। আমাদের শিশু সন্তানেরা ভয়ে ঘরমুখো হয়ে পড়ছে।

গুটিকতক শিক্ষকদের এহেন কর্মকান্ডে সকল শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আস্থা হ্রাস পাচ্ছে। আর এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমজের বিরাজমান এমন অসঙ্গতির সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে একই প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানববন্ধন করেছে।


শর্টলিংকঃ