আওয়ামী পরিবারের মিলনমেলার রেজিস্ট্রেশন শুরু


নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী পরিবারের মিলনমেলার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  সকাল ১১.৩০ টায় লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরাল প্রাঙ্গণে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

রাজশাহীর খবর

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আলতাব হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আক্তারুজ্জামান আখতার চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সহ সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান

Rajshahi

জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিক, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বী বাদশা, সাবেক ছাত্রনেতা প্রভাষক জিয়াউর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, চাপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন আওয়ামী পরিবারের মিলন মেলা-২০২০ এর আহবায়ক মোঃ রফিকুজ্জামান রফিক।

আয়োজকরা জানান, ২২ জানুয়ারী ২০২০ পর্যন্ত ফরম বিতরণ চলবে। আওয়ামী পরিবারের মিলনমেলার অফিসে, লক্ষিপুর মোড়,রাজশাহী ফরম সংগ্রহ করা যাবে। আগামী ৩১ জানুয়ারী ২০২০ আওয়ামী পরিবারের মিলন মেলার শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে অনুষ্ঠিত হবে।


শর্টলিংকঃ