ইছামতি নদী দূষণমুক্ত করার দাবিতে পাবনায় অনশন


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনা জেলার এক সময়ের আশীর্বাদ ইছামতি নদী অব্যাহত দখল আর দূষণে পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। সেই ইছমতি নদীর পানি প্রবাহ সচল ও দূষণ মুক্ত করার দাবীতে ১২ ঘন্টা অনশন কর্মসূচী পালন করছে পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পাবনা শহরের ইছামতি নদীর খেয়াঘাট ব্রীজের নীচে মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টা থেকে এই অনশন কর্মসূচী শুরু হয়। চলবে সন্ধা ৬টা পর্যন্ত।

অনশন কর্মসূচীতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।


শর্টলিংকঃ