রাবিতে আর্কাইভস ও বিদ্যাবার্তা’র উদ্বোধন


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস-ঐতিহ্যকে আর্কাইভসে সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করার লক্ষ্যে আর্কাইভস ও ত্রৈমাসিক একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তা’র প্রকাশনা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আর্কাইভস ও বিদ্যাবার্তার উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ফলক উন্মোচন করে আর্কাইভস ও মোড়ক উন্মোচন করে বিদ্যাবার্তা’র প্রকাশনা উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, দেশের অন্যতম বৃহৎ এই বিশ্ববিদ্যালয় ক্রমেই এগিয়ে যাচ্ছে। একে যুগোপযোগী করে আরও এগিয়ে নিতে পঞ্চাশ বছর মেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে আর্কাইভস প্রতিষ্ঠার মাধ্যমে তার বাস্তবায়নও শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়কে দেশবাসীর কাছে তুলে ধরার লক্ষ্যে বিদ্যাবার্তা প্রকাশ করা হয়েছে। আগামীতে এটি আরো বিস্তৃত পরিসরে প্রকাশ করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

আর্কাইভস স্থাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যাবার্তা’র সম্পাদক হিসেবে আছেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। অনুষ্ঠান শেষে অতিথিরা আর্কাইভস ঘুরে দেখেন।

বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা আর্কাইভসে সংরক্ষিত বিভিন্ন ডিজিটাল ফাইল মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু প্রমুখ।


শর্টলিংকঃ