ভোলাহাটে ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার ভোলাহাট ইউনিয়নের পাঁচটিকরি আলিম মাদ্রাসা কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আজম আলী (৬০)। তিনি উপজেলার সুরানপুর এলাকার আরশাদ আলীর ছেলে। তিনি চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থক। আনোয়ারুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অন্যদিকে প্রতিপক্ষ কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

আহত আজম আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হাসান জানান, সকাল ১০টার দিকে মাথায় আঘাত নিয়ে আজম আলীকে ভর্তি করা হয়। তাঁর ক্ষতস্থানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। তবে ক্ষত গুরুতর নয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার দাস জানান, ভোটকেন্দ্র থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভোট গ্রহণে কোনো ধরনের প্রভাব পড়েনি।


শর্টলিংকঃ