ইলেকট্রনিক্সের দোকানে গ্যাসের অবৈধ ব্যবসা: জরিমানা


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর কাটাখালি বাজারে লাইসেন্স ছাড়াই ইলেকট্রনিক্সের দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করার দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা দেন।

ফাইল ছবি

ওই দুই ব্যবসায়ী হলেন- মেসার্স রহমান ট্রেডার্সের মালিক আনোয়ারুল ইসলাম ও মেসার্স ফাহিম ইলেকট্রনিকস এর ফাহিম রহমান। তারা দুই জনই লাইসেন্স না নিয়ে দীর্ঘদিন কাটাখালি বাজারে এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিলেন।

খবর পেয়ে রোববার বিকেলে সেখানে হাজির হন জেলা প্রশাসক দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন। পরে তাদের দুই জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এসময় লাইসেন্স না পাওয়া পর্যন্ত কোনো ধরনের সিলিন্ডার ব্যবসায় জড়াবেন না বলেও তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুনকে সহযোগিতা করেন বিস্ফোরক পরিদর্শক মো. আসাদুজ্জামান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল।


শর্টলিংকঃ