ঈশ্বরদীতে দাবদাহে হিটস্ট্রোকে দুই নারীর মৃত্যু


ইউএনভি ডেস্ক:

ঈশ্বরদীতে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বৃহস্পতিবার। এদিন উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সবচেয়ে বেশি। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তপ্ত হয়ে উঠছে আবহাওয়া । এতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ওয়াদুদ হোসেন জানান, বৃহস্পতিবার ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার এখনও পর্যন্ত ৩৮.৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামিম জানান, হিটস্ট্রোকে আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছে। হাসপাতালের চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন রোগিদের চিকিৎসা সেবা দিতে।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ঈশ্বরদী শহরের স্টেশন রোডে অজ্ঞাত এক নারী এবং সাহেবনগর এলাকায় জাহানারা বেগম (৭৮) নামে আরেক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হওয়ার পাশাপাশি গবাদি পশুও অসুস্থ হয়ে পড়ছে বলে জানিয়েছেন দীঘা রহিমপুর গ্রামের কৃষকরা।


শর্টলিংকঃ