উহান থেকে বাংলাদেশিদের ফিরতে ১৪ দিনের অপেক্ষা


ইউএনভি ডেস্ক:

উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে চীনে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরও ১৪ দিন লাগবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে ১৪ দিন পর্যন্ত দেশটির উহান রাজ্যে কাউকে প্রবেশ করতে দেবে না স্থানীয় কর্তৃপক্ষ।

উহানে করোনাভাইরাস
Hubei University

সোমবার দুপুরে বেইজিংয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান। পরে চীনের বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকাকে এ তথ্য জানানো হয়েছে।

কূটনীতিক সূত্র জানায়, করোনাভাইরাসের বিস্তার ঘটার পর প্রথমবারের মতো বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে চীনের মধ্যাঞ্চলের প্রদেশের হুবেইয়ের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করা হয়।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, উহানে করোনাভাইরাস এ কোন বাংলাদেশী এ পর্যন্ত আক্রান্ত হয়নি তবে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। এজন্য বাকি প্রস্তুতিও নিয়েছে সরকার।

চীনের সরকারি সূত্রগুলোকে উদ্ধৃত করে বেইজিং থেকে বাংলাদেশ দূতাবাস সোমবার ঢাকায় এক বার্তা পাঠায়। এতে জানানো হয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন বাদে সবাই চীনের নাগরিক।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও করোনাভাইরাসের প্রেক্ষিতে চীনে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে চার শতাধিক বাংলাদেশি আছেন।

আরও পড়তে পারেনকরোনা ভাইরাস আতঙ্ক : চীনে ভালো আছে বাংলাদেশী শিক্ষার্থীরা


শর্টলিংকঃ