করোনাভাইরাস থেকে রক্ষায় যা বললেন শচীন


ইউএনভি ডেস্ক:

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেছেন, করোনাভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। সবাই লড়াই করছে ছোঁয়াছে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আমাদের ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাট থেকে কিছু শেখার রয়েছে।

করোনাভাইরাস থেকে রক্ষায় যা বললেন শচীন

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি করা সাবেক এ ক্রিকেটার বলেন, এই ভাইরাসটি আমাদের সবার বোধগম্যের বাইরে। কিন্তু পাঁচ দিনের ক্রিকেটের কৌশল দিয়ে এটিকে ধ্বংস করা যেতে পারে।

ভারতীয় সাবেক এ অধিনায়ক আরও বলেন, আপনি যখন পিচ বা বোলারকে বুঝতে পারবেন না, তখন আক্রমণের চেয়ে রক্ষণাত্মক হবেন। নিজেদের ভালোভাবে রক্ষা করতে হলে এখন আমাদের ধৈর্যধারণ করা প্রয়োজন।

টাইমস অব ইন্ডিয়ার একটি কলামে শচীন লেখেন, বিভিন্ন দেশ বিভিন্নভাবে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। বিশ্বের সব দেশকে একটি দলের অংশ হিসেবে বিবেচনা করা উচিত। এ যুদ্ধে আমাদেরকে টেস্টের সেশন বাই সেশনের মতোই এগোতে হবে এবং শেষ পর্যন্ত বিজয়ী হতে হবে।


শর্টলিংকঃ