করোনাভাইরাস: মৃত্যুতে বিশ্বের ৯ নম্বরে ভারত


ইউএনভি ডেস্ক:
করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড ভারত। মৃত্যুর সংখ্যায় ভারত বিশ্বের প্রথম নয় দেশের মধ্যে চলে এসেছে। শনিবার ৯ হাজারের গণ্ডি পেরোনোর সঙ্গেই মৃত্যুতে প্রথম নয় দেশের মধ্যে ঢুকে পড়ল ১৩৭ কোটির দেশ ভারত।

করোনাভাইরাস: মৃত্যুতে বিশ্বের ৯ নম্বরে ভারত

আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, স্পেন, মেক্সিকো ও বেলজিয়ামের পরেই এখন ভারত।কোভিড-১৯ সংক্রমণের নিরিখে ভারতের অবস্থান চারে। আমেরিকা, ব্রাজিল, রাশিয়ার পরেই।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ২১ হাজার ৬২৬ জন। মৃত্যু হয়েছে ৯ হাজার ১৯৯ জনের। আর সুস্থ হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩২৬ জন।


শর্টলিংকঃ