করোনা টাস্কফোর্স ভেঙে দিচ্ছেন ট্রাম্প


ইউএনভি ডেস্ক:
যুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেঙ্গে দিচ্ছেন ভাইরাস প্রতিরোধে গঠিত হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্স। দেশটির অ্যারিজোনায় একটি মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিতে পেরেছি।

করোনা টাস্কফোর্স ভেঙে দিচ্ছেন ট্রাম্প
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্স ভেঙে দেয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিকে, দেশটিতে প্রতিদিন এক হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

এখন যদি যুক্তরাষ্ট্রে সবকিছু খুলে দেয়া হয় তাহলে করোনার প্রকোপ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন। আর প্রাণ করোনায় হারিয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।


শর্টলিংকঃ