কানসাটে কেমিক্যাল মিশ্রিত আম ধ্বংস, জরিমানা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে কেমিক্যাল দিয়ে আম পাকানোর অপরাধে সোমবার (১০ জুন) দুপুরে মেহেরুল নামে এক আড়ত মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে সেখান থেকে জব্দ করা ২ মন আম ধ্বংস করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বরমন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দুপুরে দিকে কানসাট আম বাজারে মেহেরুলের আমের আড়তে অভিযান চালায়। এসময় আম পাকানোর কেমিক্যাল ও স্প্রে মেশিনসহ মেহেরুলকে আটক করা হয় এবং সেখান থেকে ২মন আম জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরমন হোসেন কেমিক্যাল দিয়ে আম পাকানোর অপরাধে মেহেরুলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ও জব্দকরা ২ মন আম ধ্বংস করা হয়। অভিযানের সময় শিবগঞ্জ থানা পুলিশসহ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ