কালের অপেক্ষা


কালের অপেক্ষা

মৌসুমী মম

ক’রো না আঘাত প্রতি পরতে
ব্যথার রোদন পারি না সইতে
আপন পর সকলেই গিয়েছে
সুখ শান্তির ঘর ভেঙেছে।

কত কাল গেল কেটে
মনের জোরে গায়ে খেটে
ক্লান্ত অবিশ্রান্ত তনুমন
আপন করে না আপনজন।

কালের বিবর্তনে পরিবর্তন
সময়ের আমন্ত্রনে আসা যাওয়া
ফাল্গুন মাসে বহে না ফাল্গুনি হাওয়া
ঈর্ষান্বিত হয়ে করো না কর্তন
সম্পর্কের বন্ধন।

কালের অপেক্ষায় আছি চেয়ে
বুক ভরা আশা নিয়ে
সকল গ্লানি যাবে মুছে
প্রশান্তি আসবে কাছে।


শর্টলিংকঃ