কেমন আছেন সঞ্জয়


ইউএনভি ডেস্ক:

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। এ মাসের শুরুর দিকে প্রকাশ্যে আসে এই তথ্য। উন্নত চিকিৎসার জন্য বলিউডের এই অভিনেতার নিউইয়র্ক যাওয়ার কথা ছিলো। কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি যেতে পারেননি। তাই বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শুরু করেছেন সঞ্জু।

সঞ্জয় দত্তের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নানা গুঞ্জন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গুঞ্জন ছড়ায় ৬১ বছর বয়সী এই তারকার শারীরিক অবস্থা ভালো নেই।

কিন্তু এসব গুঞ্জনকে আবর্জনার সঙ্গে ‍তুলনা করে সঞ্জয় দত্তের ঘনিষ্ঠ বন্ধু নির্মাতা রাহুল মিত্র টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এগুলো সব আবর্জনা। মুম্বাইয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছেন সঞ্জয় এবং তার কিছু পরীক্ষা করা হয়েছে যার রিপোর্ট এখনও আসেনি। তিনি একজন যোদ্ধা এবং এই যুদ্ধে বিজয়ী হয়ে ফিরবেন। এ বিষয়ে কোন সন্দেহ নেই। আবেগ নয়, সত্যের ভিত্তিতেই কথাগুলো বলছি। দয়া করে অনুমান করা বন্ধ করুন আপনারা। যদি কিছু করতে চান তাহলে তার দ্রুত সুস্থতা কামনা করুন।”


শর্টলিংকঃ