কোচিং পরিচালনার দায়ে চার শিক্ষকের অর্থদণ্ড


গোদাগাড়ী প্রতিনিধি :

সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর গোদাগাড়ীতে কোচিং সেন্টারের কাযর্ক্রম চলায় শিক্ষক ও শিক্ষার্থীসহ চারজনকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আকতারের নেতৃত্বে  কোচিং সেন্টারে  ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

                                                                                                      ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড দেয়া হয়

 

আদালত এসময় বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষক জোতগোসাইদাস গ্রামের নওশাদ আলীর ছেলে রাফিউল করিম, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম আকতার,মহিশালবাড়ী শাহ সুলতান (রঃ)কামিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ,জাহানাবাদ গ্রামের রফিকুলের মেয়ে রওশন আরা পারভিনকসহ প্রত্যেককে এক হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার একমাস কোচিং সেন্টারগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু কিছু সংখ্যক কোচিং সেন্টার বন্ধ হয় নি। এমন খবর পেয়ে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক সিহাব ।


শর্টলিংকঃ