খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে’


দুর্গাপুর প্রতিনিধি:

‘একমাত্র খেলাধুলার মাধ্যমেই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে উঠে। আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে রাজনৈতিক বিভেদ ভুলে খেলাধুলার মাধ্যমে নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলি’।


শুক্রবার বিকেলে দুর্গাপুর উপজেলার ঝালুকা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। এসময় তিনি পায়রা উড়িয়ে খেলার সূচনা করেন।

খেলা পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, আওয়ামী লীগ নেতা এমরান আলী, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী প্রমূখ।


শর্টলিংকঃ