গরু চোরের ছুরিকাঘাতে কৃষক নিহত


ইউএনভি ডেস্ক:

জামালপুরের রোহিলী বোয়ালমারী গ্রামে গরু চোরের ছুরিকাঘাতে শরাফত আলী নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আটকেরা হলেন-কুরবান আলী ও সুরুজ আলী।

গরু চোরের ছুরিকাঘাতে কৃষক নিহত

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজীব রহমান জানান, রাত ২টার দিকে সংঘবদ্ধ চোরের দল রোহিলী গ্রামের কৃষক শরাফত আলীর বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় শরাফত জেগে উঠলে তাকে সেখানেই ছুরিকাঘাত করে চোরেরা। পিটিয়ে আহত করে নিহতের স্ত্রী বেলী বেগমকে।

আরোও পড়ুন:পিকআপচাপায় স্কুলশিক্ষিকা মা ও মেয়ে নিহত

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, খবর পেয়ে ভোরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক চোর কুরবান আলীকে উদ্ধার করা হয়। পরে চোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী একই এলাকার সুরুজকে আটক করা হয়।

এ সময় পুলিশ সুরুজের বাড়ির আঙিনা থেকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে। লাশ সদর থানায় নিয়ে যাওয়া হয়।সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক জানান, এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


শর্টলিংকঃ