গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের ‘আত্মহত্যা’


গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মেশের আলী (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। শনিবার (২৭ এপ্রিল) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।

মৃত মেশের আলী উপজেলার মাধবপুর গ্রামের মৃত. ফেকু মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

আর্থিক অনটনে চিকিৎসা করাতে না পারা এবং তাকে নিয়ে সৃষ্ট পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

পরিবারের সদস্য ও প্রতিবেশিদের বরাত দিয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান মেশের আলী।

সকাল ৮টার দিকে তাকে ডাকাডাকি করলেও ঘরের দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ফেলে বাড়ির লোকজন।

ঘরের ভিতরে ঢুকে তারা দেখতে পায়- মেশের আলী টিনের চালের ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যা। তাই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। তবে ময়নাতদন্তে যদি ভিন্ন রিপোর্ট আসে তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


শর্টলিংকঃ