বাগমারায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় স্খানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, দেশের স্বার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে চলেছেন আ’লীগ সকরার। বর্তমান সরকার এরই মধ্যে দেশের টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন করতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, দেশের প্রতিটি গ্রাম হবে শহর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ইতোমধ্যে সকল উন্নয়ন কর্মকান্ড হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের প্রতিটি এলাকা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গণে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর।

জিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় “আমার গ্রাম হবে আমার শহর” আদর্শকে ধারণ করে প্রতিটি জেলা/ উপজেলায় ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট।

 

রাজশাহী জেলা প্রশাসক এস.এম. আব্দুল কাদের এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের পরিচালনায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার রাজশাহীর উপ-পরিচালক (উপসচিব) পারভেজ রায়হান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, নব-নির্বাচিত চেয়ারম্যান অলিন কুমার সরকার, বাগমারা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, এলজিউডি প্রকৌশলী সানোয়ার হোসেন, শিক্ষা অফিসার সিদ্দীকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান

স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল কবীর, চেয়ারম্যান আজাহারুল হক, আয়েন উদ্দীন, মকবুল মৃধা, আব্দুল হাকিম প্রামানিক, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান রঞ্জু, আলমগীর সরকার, আব্দুল জব্বার, আব্দুল মতিন, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম

কাউন্সিলর হাচেন আলী, বাগমারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সমরেশ কুমার, সাংবাদিক আফাজ্জাল হোসেন, রাসেদুল হক ফিরোজ, মামুনুর রশিদ, ইউসুফ আলী, আলতাফ হোসেন, শামীম রেজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশিল সমাজের নেতৃবৃন্দ।


শর্টলিংকঃ